Banner X.jpgoverlay positionbottomoverlay width pct
ছবি: প্রথম আলো

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শনিবার রাত দেড়টার দিকে ওই নারীর চিৎকার শুনে তাঁদের ঘুম ভাঙে। তাঁর সঙ্গে কথা বললে তিনি জানান, লোকজন চলে আসায় সাপটি পালিয়ে গেছে। পরে তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

পাহাড়তলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ রোকন উদ্দিন আজ দুপুরে প্রথম আলোকে বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হলেও ওই নারীকে বাঁচানো যায়নি। আজ রোববার ভোরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁকে কী প্রজাতির সাপ কামড়েছে, তা জানা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।