Guntur x
ছবি: নিউজ ১৮

গুন্টুর: কথায় আছে না, হাতের লেখাই নির্ধারণ করে স্বপ্ন। আর স্বপ্ন যতটা সুন্দর হয়, হাতের লেখাও ঠিক ততটাই সুন্দর হয়! এই কথাই আরও একবার প্রমাণ করে দিলেন ৩১ বছর বয়সী অধ্যাপিকা সুস্মিতা চৌধুরি! বিভিন্ন ধরনের হাতের লেখায় পটীয়সী তিনি। সম্প্রতি রাজ্যস্তরের একটা প্রতিযোগিতায় প্রথম স্থানও অধিকার করেছেন। খুব শীঘ্রই নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের হাত থেকে পুরস্কারও নিতে দেখা যাবে সুস্মিতাকে।

ওই যুবতী অন্ধ্রপ্রদেশের গুণ্টুরের বাসিন্দা। হিন্দু কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপনা করেন তিনি। সেই সঙ্গে শৈশব থেকেই হাতের লেখা এবং ক্যালিগ্রাফির প্রতি তাঁর টান প্রবল। ফলে অধ্যাপনার পাশাপাশি চলত এই অভ্যাসও। সেই গল্পই নিজের মুখে শোনালেন সুস্মিতা। তাঁর কথায়, “এই হাতের লেখার বিভিন্ন ধরন শেখার আগ্রহের বীজ আমার মধ্যে বপন করেছিলেন আমার প্রধান শিক্ষকই। আর সবথেকে বড় কথা হল, হাতের লেখার নতুন নতুন ধারা আমার ক্ষেত্রে একটা থেরাপির মতো কাজ করত। অনেকটা আঁকা কিংবা গান শেখার মতো! এই কারণে আমি ক্যালিগ্রাফি শিখি। এখানেই শেষ নয়, এর পাশাপাশি লুপড কারসিভ, ইতালিয়ান কারসিভ এবং টাইমস রোমানও শিখেছি। আর এতে দক্ষতাও অর্জন করেছি।”

আরও পড়ুন– দার্জিলিংয়ের পথে ট্রেন থেকে উধাও হন নববধূ! খোঁজ মিলল এইখানে

আবার এরই মধ্যে দেশের মানুষকে ভাল হাতের লেখার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে অল ইন্ডিয়া হ্যান্ড রাইটিং অ্যান্ড ক্যালিগ্রাফি অ্যাকাডেমির তরফে একটি হাতের লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল রাজ্যে। ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন পাঁচ হাজারেরও বেশি শিক্ষক এবং ছাত্র-ছাত্রী। আর সেখানেই সুস্মিতা গোটা একটি স্ক্রিপ্ট শেষ করেছিলেন ১ ঘণ্টায়। আর এভাবেই রীতিমতো রেকর্ড গড়ে প্রথম স্থান অধিকার করেন তিনি।

আরও পড়ুন-কর্কটে প্রবেশ শুক্রের, ২ অক্টোবর পর্যন্ত গজলক্ষ্মী যোগে এই সকল রাশির মানুষদের উপরে সৌভাগ্য বর্ষিত হবে!

এই প্রসঙ্গে সুস্মিতা আরও জানান যে, আসলে প্রায় হাজার পাঁচেক চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, যেগুলির যোগসূত্র আছে মানুষের হাতের লেখার সঙ্গে। আর এতে ছাত্রছাত্রীদের হাতের লেখা বোঝা যাবে। যার ফলে তাঁদের শেখার ধরন এবং পড়ানোর সময় তাঁরা কীভাবে তথ্য গ্রহণ করছে, সেটা বুঝতেও অনেকটাই সুবিধা হবে।

Published by:Siddhartha Sarkar

First published:

Tags: Viral News

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।