Cameroon
ছবি: ভরের কাগজ

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে বন্দুকধারীদের হামলায় সোমবার কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে ভোররাতে অ্যাংলোফোন বিচ্ছিন্নতাবাদীদের চালানো এই হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

দেশটির সরকারি কর্মকর্তা ভিয়াং মেকালা সোমবার সাংবাদিকদের বলেন, বন্দুকধারীরা মামফে শহরের পাশে এগবেকাও গ্রামে হামলা চালিয়ে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং ঘুমন্ত অবস্থায় পুরুষ, নারী ও শিশুদের হত্যা করে।

ইংরেজিভাষী এই বিচ্ছিন্নতাবাদীরা পশ্চিম ক্যামেরুনে অ্যাম্বাজোনিয়া নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য লড়াই করছে। সশস্ত্র গোষ্ঠীগুলো সরকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে এবং ২০১৭ সাল থেকে এই অঞ্চলে হামলা, অপহরণ এবং হত্যাকাণ্ডের মতো কাজ চালিয়ে যাচ্ছে।

নিরাপত্তা বাহিনী এলাকাটি অনুসন্ধান করছে জানিয়ে মেকালা বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মানুষের আতঙ্কিত হওয়া উচিত নয়।

অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন এবং ১৫টি বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।অবশ্য তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

এসএম


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।