Missing samakal aeea
ছবি: সমকাল

পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে ফের সবুজ (২৭) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ সবুজের বাড়ি শরীয়তপুর জেলার শাহজাহানপুর এলাকায়। তিনি একটি মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলেন। বর্তমানে তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কোম্পানিতে কর্মরত ৫৫ জনের একটি গ্রপ বগুড়া থেকে আজ সকালে কুয়াকাটায় ঘুরতে আসেন। পরে তারা হোটেল সী-ভিউতে ওঠেন। দুপুর ২টার দিকে তাদের মধ্যে তিন সহকর্মী সবুজ, আসিফ ও অলীদ সৈকতে গোসলে নামেন।

এ সময় ঢেউয়ের তোড়ে তারা তিনজনই সাগরের মধ্যে চলে যান। পরে স্থানীয় ওয়াটারবাইক চালকরা দুইজনকে উদ্ধার করতে সক্ষম হলেও সাঁতার না জানায় নিখোঁজ হন সুবজ।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, নিখোঁজ পর্যটক সবুজকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ অভিযান চালাচ্ছে।

এর আগে রোববার দুপুর ১টার দিকে একই স্থানে পারভেজ নামের আরও এক পর্যটক নিখোঁজ হন। পরে বিকেলে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।