ছবি: চ্যানেল অনলাইন

পৃথিবীর ভূস্বর্গ বলে পরিচিত ভারতের কাশ্মীরের শ্রীনগরে হাউজবোটে আগুন লেগে নিহত প্রকৌশলীসহ তিন বাংলাদেশির পরিবারে চলছে শোকের মাতম। তাদের ৩ জনের বাড়িই চট্টগ্রামে। শনিবার রাত থেকে তাদের চট্টগ্রামের বাড়ীতে স্বজন ও বন্ধু-বান্ধব যাচ্ছেন শোক জানাতে।

নিহত তিনজনের মধ্যে অনিন্দ্য কৌশল নাথ ও ইমন দাশগুপ্ত পেশায় প্রকৌশলী, আরেকজন তাদের বন্ধু ঠিকাদার মো. মঈনুদ্দিন।

Bkash July

অনিন্দ্য কৌশল নাথ রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী ও ইমন দাশগুপ্ত বিভাগীয় উপ-প্রকৌশলী হিসেবে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিট ভবন নির্মাণের দায়িত্বে পালন করছেন। আর মঈনুদ্দিন এলজিইডি ও পিডব্লিউডি’র ঠিকাদার। তিনজনই ঘনিষ্ট বন্ধু ছিলেন।

স্বজনরা জানান, তাদের সাথে শুক্রবার রাতে সর্বশেষ কথা হলে তারা জানিয়েছিল শ্রীনগরের ডাল লেকে হাউজবোটে আছেন। এর পর থেকে তাদের সাথে আর যোগাযোগ হয়নি। শনিবার বিকেলে মিডিয়ার মাধ্যমে তিনজন বাংলাদেশি মৃত্যুর খবর পান। পরে রাতে সংবাদ মাধ্যমের খবরে নিশ্চিত হন তাদের মৃত্যুর ঘটনা।

Reneta June

পরিবারের সদস্যরা জানান, ইতোমধ্যে তাদের প্রতিনিধিরা কাশ্মীর যাওয়ার চেষ্টা করছেন। সরকারের তরফ থেকে সহায়তায় তারা দ্রত মরদেহ দেশে আনতে চাইছেন।

বিজ্ঞাপন

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।