aWhZUtMjQMTMwLTEOTENDkOTliZGpvdXJuYWwuanBn
ছবি: বিডি জার্নাল

যুগপৎ আন্দোলনের এক দফা দাবিতে গণমিছিল শুরু করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। কমলাপুর টিটি পাড়া স্টেডিয়াম থেকে গণমিছিলটি শুরু হয়। মালিবাগ রেলগেট পর্যন্ত গিয়ে শেষ হবে।

শুক্রবার বিকেল ৩ টা ৩০ মিনিটে কমলাপুর টিটি পাড়া স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে গণমিছিলটি। নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নিতে দেখা যায়। মিছিলে সরকারের বিরুদ্ধে তাদের বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়।

এদিকে মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। জুমার নামাজের পর থেকেই মিছিল শুরুর স্থানে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এসময় মিছিলটি বিএনপির কর্মীদের বিভিন্ন স্লোগানে সরব হয়ে ওঠে।

মিছিলে বিএনপির নেতৃবৃন্দ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তারা অবিলম্বে পদত্যাগ করুন।

মিছিলে দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ জানান, তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবেন। এসময় তারা অবিলম্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের গণমিছিলে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দক্ষিণের এই গণমিছিলের সমন্বয় করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

আরও পড়ুন: বৃষ্টি উপেক্ষা করে বিএনপির গণমিছিলে অংশ নিতে জড়ো হচ্ছে নেতাকর্মী

বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।