Neeraj Chopra
ছবি: চ্যানেল অনলাইন

KSRM

হাঙ্গেরির বুদাপেস্টে ভারতের ইতিহাসের প্রথম স্বর্ণ জিতলেন নিরাজ চোপড়া। আগে দেশটির ছেলে বা মেয়েদের কেউই ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে সোনা জিততে পারেনি। জ্যাভলিন থ্রোতে দ্বিতীয় চেষ্টায় ৮৮.১৭ মিটার পার করে নিরাজের স্বর্ণপদক আসে।

নিরাজ চোপড়া অ্যাথলেটিকসের জ্যাভলিন ইভেন্টে বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন। প্রথম চেষ্টায় ফাউলে কাটা পড়লেও দ্বিতীয় চেষ্টায় পদক নিশ্চিত হয় তার।

Bkash July

প্রথম অ্যাথলেট হিসেবে বিশ্ব আসরে স্বর্ণপদক জিতে চোপড়া বলেছেন, ‘আমার এখনও অনেক কিছু জেতা বাকি। এমন না যে আমি কয়েকটি মেডেল জিতেছি, এখন সারাজীবন বসে বসে কাটাব। বছরের পর বছর এমন সাফল্যের পুনরাবৃত্তি করতে চাই। পুরস্কার বিতরণীর ওই মঞ্চে আমি আরও ভারতীয়দের চাই।’

indian athletics

Reneta June

নিরাজের সাফল্যের পর আরও সুখবর পেয়েছে ভারত। ৪০০*১০০ মিটার দৌড়ে পঞ্চম স্থানে শেষ করে ফাইনালে পৌঁছেছেন দেশটির চার অ্যাথলেট। তারা মোহাম্মদ আনাস ইয়াহিয়া, আজমল জ্যাকব, মুহাম্মদ আজমল ভারিয়াথোদি এবং রাজেশ রমেশ। তাদের অপেক্ষা সোনার পদকের।

I Screen Ami k Tumi

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।