Sachin Tendulkar
ছবি: চ্যানেল অনলাইন

KSRM

বিশ্বকাপ চলাকালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উন্মোচন করা হল মাস্টার ব্লাস্টার শচীন চেন্ডুলকারের ভাস্কর্য। বৃহস্পতিবার ভারত-শ্রীলঙ্কার ম্যাচের আগে শচীন নিজেই ঘরের মাঠে এটির উদ্বোধন করেন। স্টেডিয়ামটির টেন্ডুলকার স্ট্যান্ডের কাছেই অবস্থান ভাস্কর্যের শচীনের।

উদ্বোধনের পর শচীন বলেছেন, ‘প্রকৃতপক্ষে এটি আমার জন্য বিশেষ একটি মুহূর্ত। যখনই এখানে আসি, শান্ত হয়ে যাই। যখনই এ মাঠে আসি, অসংখ্য ছবি, অসাধারণ কিছু স্মৃতি আমার মাথায় ভেসে ওঠে। এ মাঠে হাঁটা আমার জন্য বিশেষ সম্মানের, যা আমার জীবনে সবকিছু দিয়েছে।’

৫০ বর্ষী টেন্ডুলকারকে একটি বিশেষ রেপ্লিকা উপহার দেয়া হয়েছে। এসময় ওয়াংখেড়েতে তার প্রথম আসার কাহিনীও বলেন শচীন। ২৫ জনের দলে ২৪ টিকিটের ওই ভ্রমণ নিয়ে বলেন, ‘১০ বছরের আমাকে কোনভাবে মাঠে ঢুকিয়ে নেয়। এটি এমন একটি জায়গা ছিল, যা দখল করা ছাড়া উপায় ছিল না। সুতরাং, সেঞ্চুরি ছাড়া আমার উপায় ছিল না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।