cbfbffabaebfaff bbcd
ছবি: ইত্তেফাক

পশ্চিম রেলের পাকশী বিভাগের বৃহত্তম ঈশ্বরদী জংশন স্টেশনের ইয়ার্ডে বগির নিচে থেকে বোমা উদ্ধার করে নিস্ক্রিয় করেছে র‌্যাব-৫-এর বোম্ব ডিসপোজাল ইউনিট।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল দুপুর ১২টার দিকে র‌্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেনের নেতৃত্বে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি উদ্ধার ও নিষ্ক্রিয় করে। এ ঘটনায় রেল নিরাপত্তা বাহিনীর ৩ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

পাকশী রেলওয়ের জেলা পুলিশ সুপার সাহাব উদ্দিন, র‌্যাব-১২ পাবনা কোম্পানি কমান্ডার গোলাম ফারুক, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ, সহকারী কমিশনার (ভূমি) টি এ রাহসিন কবীরসহ পুলিশ, র‌্যাব ও রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যাব-১২-এর অধিনায়ক মারুফ হোসেন বলেন, ‘পাকশী রেলওয়ে পুলিশ সুপার বিষয়টি জানানোর পর র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলি। কর্মকর্তারা র‌্যাব-৫-এর বোম্ব ডিসপোজাল ইউনিটের সঙ্গে সমন্বয়ে কাজ করার জন্য দিক-নিদের্শনা দেন। বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি সংগ্রহ করে নিষ্ক্রিয় করেছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। জনমনে আতঙ্ক সৃষ্টি ও দেশের চলমান অর্থনৈতিক অগ্রযাত্রা ব্যাহত করার জন্য দুষ্কৃতিকারীরা এটি করতে পারে (ফেলে রেখে যেতে পারে)।’
 
ইউএনও সুবির জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য কেউ বোমাটি রেখে গেছে। রেলপথের নিরপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।


শুক্রবার ভোরে ঈশ্বরদী জংশনে বোমার মতো বস্তু পাওয়া যায়। ছবি: ইত্তেফাক

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ঈশ্বরদীর পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর ৩ সদস্যের ডিউটি ক্লোজড করা হয়েছে। এরা হলেন- হাবিলদার আব্দুল হান্নান, সিপাহী রিপন হোসেন ও গোয়েন্দা শাখার সিপাহী শরিফুল ইসলাম।

আপাতত এদের ডিউটি দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘তদন্ত করে দেখা হবে তারা দায়িত্বে অবহেলা করেছেন কিনা।’

উল্লেখ্য, ভোরে ঈশ্বরদী জংশনের ১ নং প্লাটফর্মের পশ্চিমে ২ নং রেল লাইনের ওপর আন্তঃনগর ট্রেনের নতুন অতিরিক্ত রিজার্ভ কোচের নিচে লাল রংয়ের টেপে জড়ানো বোমাটি দেখতে পান রেলওয়ে নিরাপত্তাকর্মীরা। রাতে একটি কৌটার মতো বোমাটি রেল লাইনে কে বা কারা ফেলে গেছে সেটি এখনও জানা শনাক্ত হয়নি। রেলওয়ের নিরাপত্তা কর্মীদের টহল দল বোমাটি দেখতে পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।