Meta Facebook
ছবি: নিউজ ১৮

নয়াদিল্লি: G-20 অধিবেশনের নৈশভোজের আমন্ত্রণ পত্র ঘিরে তুমুল বিতর্ক। কংগ্রেসের দাবি, ওই আমন্ত্রণ পত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার’ জায়গায়, ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা হয়েছে। প্রসঙ্গত, গত বছরই গুজরাতের এমপি বিজেপি নেতা মিতেশ প্যাটেল লোকসভাতেও ইন্ডিয়ার নাম বদলে ‘‘ভারত’’ বা ‘‘ভারতবর্ষ’’ করার প্রস্তাব তুলেছিলেন৷ বিজেপি নেতার দাবি, “ইন্ডিয়া নামটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়া৷ এটি আমাদের দেশের সেই দাসত্বের সময়কালকে মনে করায়৷”

তবে G-20 অধিবেশনের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণ পত্রে ইন্ডিয়ার’ জায়গায় ভারত লেখা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা৷ ‘ইউনিয়ন অফ স্টেটস্’ অফ সাংবিধানিক যুক্তরাজ্যকে আঘাত করা হয়েছে৷

এই বিষয় নিয়েই বিজেপিকে তুমুল আক্রমণ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। X-এ (পূর্বনাম ট্যুইটার) কটাক্ষ করে রমেশ লিখেছেন,‘‘ তাহলে যা শুনেছিলাম সেটাই সত্যি৷ রাষ্ট্রপতি ভবন থেকে পাঠানো ৯ সেপ্টেম্বর G-20-এর নৈশভোজে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার’ জায়গায় ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা হয়েছে৷’’ বিজেপিকে আক্রমণ করে কংগ্রেসের সাধারণ সম্পাদকের আরও প্রশ্ন, ‘‘তাহলে এবার সংবিধান আর্টিকেল ১ এ লেখা হবে ভারত, যা আগে ছিল ইন্ডিয়া’’৷

প্রসঙ্গত, বিজেপি বিরোধী দলগুলি যে জোট তৈরি করেছে তার নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া’। এই জোটে কংগ্রেস, তৃণমূল, এনসিপি, শিবসেনা (উদ্ধব শিবির), এসপি, জেডিইউ, ডিএমকের মতো একাধিক বিজেপি-বিরোধী দলগুলি রয়েছে। সূত্রের খবর, তৃণমূলের প্রচার কমিটির আলোচনা ও কংগ্রেস নেতা খাড়গের বাড়িতেও এই প্রসঙ্গ উঠতে পারে।

বিরোধীদের কটাক্ষের মন্তব্যকে পাল্টা তোপ দেগেছেন বিজেপিBjBJo সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা৷ তাঁর কটাক্ষ, “দেশের গর্বের সঙ্গে যুক্ত যেকোনও কিছু নিয়েই কেন এত আপত্তি?’’

আরও পড়ুন: বালাসোর ট্রেন দুর্ঘটনায় চার্জশিট পেশ CBI-র, নাম রয়েছে তিন রেল আধিকারিকের

এদিন বিষয়টি নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, “মাননীয় রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে জি-২০ ডিনারে, সেখানে ভারত লেখা আছে। আমরা ভারত তো বলি। কিন্তু ইন্ডিয়া নামটা নামে সারা বিশ্ব চেনে। হঠাৎ এখন কী হল, গোটা দেশের নাম বদলে যাবে? ইতিহাসকে পরিবর্তন করে দিচ্ছে।”

Published by:Ankita Tripathi

First published:

Tags: BJP, India

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।