GPI   X debecdbefbaf
ছবি: বাংলা ট্রিবিউন

ফিফা প্রীতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে সুযোগ পেয়েও গোল করতে পারেনি বাংলাদেশ। শেখ মোরসালিন-রাকিব হোসেনরা সুযোগ হেলায় হারিয়েছেন। তবে আগামী স্বাগতিকরা বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে আর আগের ভুল করতে চাইছে না। আজ মঙ্গলবারও ফিনিশিং নিয়ে তারা কাজ করেছে। অনুশীলনে কোচ হাভিয়ের কাবরেরা আক্রমণভাগে আরও জোর দিয়েছেন। 

দলের সহকারী কোচ হাসান আল মামুন অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে জানান বিস্তারিত। বলেছেন, ‘সেট পিস ও অন্যান্য দিক নিয়ে কাজ হয়েছে। ওরা প্রথমার্ধে কিছু বদল করে খেলেছে। আমরাও সামনের দিকে সেভাবে তাদের বিপক্ষে খেলার চেষ্টা করবো। আমরা এখন লড়াই করতে জানি।’

তবে গত ম্যাচের ভুল আর তারা করতে চান না। মামুনের প্রত্যাশা মোরসালিন-রাকিবরা প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারবে, ‘গত ম্যাচগুলোতে একটা সিস্টেমে খেলতে পেরেছি। সমীহ আদায় করেছি। আফগানিস্তান দলে কিছু নতুন খেলোয়াড় ঢুকবে। অধিনায়কও খেলবে। আমরা সেভাবে খেলবো। বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপ ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছি। মোরসালিন-রাকিবরা জানে তাদের ভুল কোথায় ছিল। আশা করি, একই ভুল তারা বার বার করবে না। ম্যাচে ভালো করতে পারবে।’

বাংলাদেশের খেলার ফর্মেশনে এখন আর নম্বর নাইন কেউ নেই। হাসান আল মামুন বলেছেন, ‘দলের এখনকার ফর্মেশনে নম্বর নাইন নেই। টোটাল ফুটবলে যে কেউ গোল করবে। যে বল পাবে সে যেন শেষ করতে পারে। যতটুকু শক্তি আছে সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করবো।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।