taliban
ছবি: যমুনা

ক্ষমতা দখলের দু’বছর পূর্তির পরদিনই আনুষ্ঠানিকভাবেই আফগানিস্তানে গণতন্ত্রের ইতি টানলো তালেবান সরকার। দেশটিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সকল রাজনৈতিক দলকে। এর ফলে বিরোধী দল বা রাজনীতির অবাধ চর্চা কার্যত চিরতরে বন্ধ হলো দেশটিতে। খবর ভয়েস অব আমেরিকার।

বুধবার (১৬ আগস্ট) একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে দেশটির আইন এবং বিচারমন্ত্রী আব্দুল হাকিম শারেই এ ঘোষণা দেন। তিনি বলেন, শরিয়ত মেনে আফগানিস্তানের সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আব্দুল হাকিম শারেই বলেন, আফগানিস্তানে ইসলামি অনুশাসনের মাধ্যমেই মানুষের দৈনন্দিন জীবনচর্চা নিয়ন্ত্রিত হয়। সেখানে রাজনৈতিক দলগুলোর কোনো স্থান নেই। আমাদের দেশে রাজনৈতিক দলের উপস্থিতি শরিয়ত এবং জাতীয় স্বার্থের পরিপন্থী। তাই সব যাবতীয় রাজনৈতিক ক্রিয়াকলাপ এবং রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে।

তালেবান ক্ষমতায় আসার আগে অর্থাৎ দু’বছর আগে দেশটিতে ছোট-বড় ৭০টি রাজনৈতিক দল সক্রিয় ছিল। তবে ২০২১ সালের ১৫ জানুয়ারি তালেবান ক্ষমতা দখলের পর দেশটিতে রীতিমতো বন্ধ হয়ে যায় রাজনীতির চর্চা। এবার আনুষ্ঠানিকভাবেই বন্ধ করে দেয়া হলো সব রাজনৈতিক কার্যক্রম।

এসজেড/


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।