ছবি: নয়া দিগন্ত


অস্ট্রেলিয়াকে ছেড়ে কথা বলছে না আফগানিস্তান। নিজেদের ইতিহাসের নতুন অর্জন যোগ করতে মরিয়া হয়ে লড়ছে তারা। কামিন্স-স্টার্কদের পাত্তাই দিচ্ছেন না ইবরাহিম জাদরানরা। রান বাড়িয়ে চলছে তরতর গতিতে।

মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ভালো শুরুর পরও রাহমানুল্লাহ গুরবাজ ইনিংস বড় করতে পারেননি, পারেননি রহমত শাহও। তবে ইবরাহীমের ব্যাটে বড় পুঁজিতে চোখ দলটার।

৮ ওভারে ৩৮ রান স্কোরবোর্ডে আসলে ভাঙে উদ্বোধনী জুটি। গুরবাজ ফেরেন ২৫ বলে ২১ রানে, হ্যাজলউডের শিকার হয়ে। তবে অস্ট্রেলিয়াকে চেপে ধরার সুযোগ দেননি ইবরাহীম। রহমতকে নিয়ে ৮৩ রানের জুটি গড়েন তিনি। ২৪.৪ ওভারে ১২১ রানে থামে এই যুগলবন্দী।

রহমত ৪৪ বলে ৩৩ করে ফেরেন ম্যাক্সওয়েলের শিকার হয়ে। তবে ততক্ষণে ফিফটি তুলে নেন ইবরাহীম। ২ উইকেট হারানোর পর অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদিকে নিয়ে ইনিংস টানছেন ইবরাহীম।

৩৩ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৫৭ রান। ইবরাহীম ১০১ বলে ৭৯ ও শাহিদি অপরাজিত ২৮ বলে ২০ রানে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।