x
ছবি: নিউজ ১৮

কলকাতাঃ অদ্ভুত এক ঘটনার সাক্ষী রইল বিহারের সিয়ান জেলার মানুষ। বিদেশে অনেক সময় এমন ঘটনার কথা শোনা গেলেও ভারতে বিরল। এ বার বিহারে ঘটল তেমনই ঘটনা। এক একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। ঘটনায় অবাক চিকিৎসকরাও। সাধারণত কোনও মহিলা একবারে দুই বা খুব বেশি হলে তিনটি সন্তানের জন্ম দেন। কিন্তু সিয়ানে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেওয়ার নজির গড়লেন এই মহিলা।

মহিলার নাম পূজা সিং। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মাত্র দু’টি সন্তানকে বাঁচাতে পেরেছেন চিকিৎসকরা। বাকি তিন জন জন্মের পরেই মারা যায়। এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পুরো বিহারে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূজা সিং নামের ওই মহিলা সিয়ান জেলার হাসানপুরা ব্লকের তিলাউতা রসুলপুর গ্রামের বাসিন্দা। সিয়ান সদর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি পাঁচ সন্তানের জন্ম দেন।

আরও পড়ুনঃ গুলি-বোমার সন্ত্রাস নয়! অন্য আতঙ্কে কাঁটা ভোটকর্মীরা, আচমকা হাসপাতালে ভর্তি পোলিং অফিসার

চিকিৎসকদের দাবি, প্রসবের আগেই মারা গিয়েছিল দু’টি শিশু। জীবিত তিন শিশুর জন্ম দেন পূজা। কিন্তু শেষ পর্যন্ত আরও একজনের মৃত্যু হয়। তবে বাকি দুই নবজাতক জীবিত ও সুস্থ রয়েছে। জানা গিয়েছে, সিয়ানের ওই বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করেই প্রসব করানো হয়। পাঁচ সন্তানের মধ্যে তিনটি ছেলে ও দু’টি মেয়ে ছিল। জন্মের সময় দুই ছেলে মারা যায়। এক মেয়েও জন্মের ১৫ দিন পর মারা যায়। তবে এখন এক ছেলে ও এক মেয়ে সম্পূর্ণ সুস্থ।

গর্ভাবস্থা থেকেই পাঁচ সন্তানের কথা জানতেন চিকিৎসক ও তার মহিলা পরিবারের লোকজন। প্রসবের পর ঘটনার কথা ছড়িয়ে পড়ে। রীতিমতো সংবাদ শিরোনামে উঠে আসেন পূজা ও তাঁর পাঁচ সন্তান। পূজার বাবা শ্যামবিহারী সিং জানান, দুই সন্তানকে নিয়ে এখন তাঁর মেয়ে সিসওয়ান ব্লকের নন্দামুদায় রয়েছে। দুই শিশুই সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। চিকিৎসকের পরামর্শ মতোই চলছে তাদের শুশ্রূষা।

Published by:Shubhagata Dey

First published:

Tags: Pregnancy

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।