Untitled
ছবি: ভরের কাগজ

“একদিকে কমেছে আয়-রোজগার। অন্যদিকে কাঁচা মরিচসহ বেড়েছে নিত্যপণ্যের দাম। আমাদেরতো আর ইনকাম বাড়েনি। এতে পরিবারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছি”। ক্ষোভ প্রকাশ করে এভাবেই কথাগুলো বলছিলেন মানিকগঞ্জের সিংগাইরের জয়মন্টপ বাজারে কাঁচা মরিচ কিনতে আসা জাবেদ মোল্লা।

ঈদ শেষে হঠাৎ করেই মানিকগঞ্জের সিংগাইরে হাট-বাজারে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী। গত দুই সপ্তাহ আগে বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৪০-৫০ টাকায়। ঈদের ৪-৫ দিন আগে বিক্রি হয়েছে প্রতি কেজি ২’শত থেকে ৩’শত টাকায়। ঈদের আগের দিনও যে মরিচ ৪’শত টাকায় বিক্রি হয়েছে সেই মরিচ ঈদের পর একলাফে ৬’শত টাকা। এতে করে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা।

শনিবার (১ জুলাই ) সকালে উপজেলার বৃহত্তম জয়মন্টপ বাজারসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ ৬’শত টাকায় বিক্রি হচ্ছে। মানুষ উপান্ত না পেয়ে চাহিদার চেয়েও অনেক কম পরিমাণে মরিচ ক্রয় করছেন। অনাকংখিত দামের উর্ধ্বগতিতে ক্রেতা-বিক্রেতাদের দেখা গেছে তর্ক বিতর্ক করতে।

জানাগেছে, কাঁচা মরিচ আবাদ করা খুবই ঝুঁকিপূর্ণ। সাধারণত এ সময়টা আবহাওয়ার বিরূপ প্রভাবে মরিচ গাছের ফলন একেবারে কমে যায়। আবার বেশিরভাগ ক্ষেত্রে গাছ মরেও যায় । গত সপ্তাহের আগ পর্যন্ত মরিচের উৎপাদন ভালোই ছিল। হঠাৎ করে পানি বৃদ্ধিসহ খড়া ও বৃষ্টির কারণে মরিচ ক্ষেত নস্ট হয়ে গেছে। এছাড়াও বাহির থেকে মরিচ না আসায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে। এছাড়াও সম্প্রতি অতি খড়া ও মাঝে মধ্যে অতিবর্ষণে মরিচের গাছ শুকিয়ে ফলন কমে গেছে। যার কারণে হাটবাজারে চাহিদার চেয়ে সরবরাহ কমে যাওয়ায় এর দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। এরফলে মরিচ এখন কেজির বদলে গ্রামে বিক্রি হচ্ছে।

ভূমদক্ষিণ বাজারের ক্রেতা আলেয়া বেগম জানান, মরিচ কিনতে এসে কেজি ৬’শত টাকা হওয়ায় না কিনে ফিরে যাচ্ছি। জয়মন্টপ বাজারের ব্যবসায়ী সিদ্দিক বলেন, আড়তে বেশি দাম দিয়ে কাঁচা মরিচ কিনতে হচ্ছে। তাছাড়া ঈদে মোকাম বন্ধ থাকলে মরিচ পঁচে যায়। এ জন্য খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।

উপজেলার বায়রা বাজারের ব‍্যবসায়ি লোকমান বলেন, কাঁচা মরিচ ও জিরাসহ অন্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় আমার প্রতিদিনের বিক্রি এখন অর্ধেকে নেমে আইছে। তাই মরিচসহ অন্য পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

এসএম


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।