badecfdabcbd dabff
ছবি: ইত্তেফাক

ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে দারুণ সময় পার করছেন অভিনেত্রী কৃতি শ্যানন। দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে প্রেম নিয়ে প্রায়ই আলোচনায় থাকছেন তিনি। পাশাপাশি বর্তমানে তার হাতে রয়েছেন বেশ কয়েকটি বিগ বাজেট ও আলোচিত সিনেমার কাজ। যা নিয়ে নিয়মিতই খবরের শিরোনামে আসছেন কৃতি। এবারও তার ব্যতিক্রম হলো না। 


কিছুদিন আগেই কৃতি যুক্ত হয়েছেন প্রয়াত অভিনেত্রী মীনা কুমারীর বায়োপিকে। যেখানে প্রখ্যাত এই অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে কৃতিকে। এরইমধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। মীনা কুমারীর জীবন সম্পর্কে জানতে উঠে পড়ে লেগেছেন এই অভিনেত্রী। মীনার অভিনয়, আচার-আচরণ, ব্যক্তিত্ব নিয়ে বেশ পড়াশোনা করছেন কৃতি। মীনা অভিনীত ‘বাইজু বাওরা’, ‘সাহেব বিবি অর গুলাম’, ‘পাকিজা’র মতো সিনেমা বেশ কয়েকবার করে দেখে ফেলেছেন তিনি। এমনকি মীনার অফস্ক্রিন ব্যক্তিত্ব বোঝার জন্য তার পুরনো সাক্ষাৎকারও পড়ছেন। 


abddcc ab

বিষয়টি নিয়ে কৃতি ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘মীনা কুমারীর মতো প্রখ্যাত অভিনেত্রীর চরিত্র প্লে করা আমার জন্য সৌভাগ্যের। তাছাড়া আমি কাজের ক্ষেত্রে কখনও ছাড় দিই না। সত্যিকারের মীনা হতে চাই।’ এই সিনেমাটি ছাড়াও নিজের প্রযোজিত প্রথম সিনেমা ‘দো পাট্টি’র শুটিং শুরু নিয়েও দারুণ ব্যস্ত সময় পার করছেন কৃতি। সিনেমাটির মূল ভূমিকায় অভিনয় করবেন কাজল। 

সিনেমাটি প্রসঙ্গে কৃতি কিছুদিন আগে বলেন, ‘দো পাট্টি ঘোষণা করতে পেরে আমি খুবই রোমাঞ্চিত! হৃদয়ের সঙ্গে থ্রিলারের দারুণ একটি খেলা হতে চলেছে!’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।