aWhZUtMjQODcLTEOTINjgNzZiZGpvdXJuYWwuanBn
ছবি: বিডি জার্নাল

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সহ ইন্টারনেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় মিম কুকুর ‘চিমস’ ওরফে পাপ বলটজ ক্যানসারে আক্রান্ত হয়ে ১২ বছর বয়সে মারা গেছে ।

চিমসের মালিকরা জানান, শুক্রবার (১৮ আগস্ট) অস্ত্রোপচারের সময় তার মৃত্যু হয়। ৬ মাস ধরে ক্যানসার ভুগছিল চিমস। শনিবার (১৯ আগস্ট) চিমসের মালিকরা ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান। খবর: এনডিটিভির।

ইনস্টাগ্রাম পোস্টে কুকুরটির মালিক মৃত্যুর খবর জানিয়ে লেখেন, মন খারাপ করবেন না। সে আমাদের কতটা আনন্দ দিয়েছে, তা মনে রাখুন। মনে করে দেখুন, করোনাকালে সে কীভাবে মানুষের মন ভালো রাখতে সাহায্য করেছে। বলটজ আকাশে নতুন বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। সেখানেও নিশ্চয় ভালো ভালো খাবার খাচ্ছে সে।

২০১০-এর দশকের মাঝামাঝি সময়ে জনপ্রিয় হয়ে ওঠে চিমস বা বলটজ নামে বিখ্যাত কুকুরটি। ওই সময় অনলাইনে তার মজার মজার সব ছবি ভাইরাল হয়ে যায়। করোনাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি ভাইরাল হয়ে ওঠে চিমস। তার গোল মুখ, সঙ্গে অদ্ভুত হাসি মন জিতে নিয়েছিল সবার।

বাংলাদেশ জার্নাল/আইজে


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।