Poem
ছবি: প্রথম আলো

দাঁড়াও মেঘবর, একবার দাঁড়াও।

প্রহর অস্থির।

এ কাল শোনে না সামগান।

তোমার সাদাকালো পৃষ্ঠায় রেখেছি কবিতা।

পড়ো

         শস্যধ্বনি, প্রেম, মানুষের ভাঙনপ্রথা,

         নদী ও বালির শব্দবিবাহ,

         আর অযথা বিধান।

গুলবাগে রজনীগন্ধা মৃত, করি বাস।

গলিপথ সকল ঘড়িতে ঘুমহীন:

         ঝগড়া জীবিত। আছে প্রাণ। কাঁদে ক্ষুধা।

         নৈঃশব্দ্য বলে কিছু নেই। আবর্জনা চিরসঙ্গী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।